মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এমএইচএম কামরুজ্জামান হলের ছাদ একাংশ ধসে পড়েছে। এ সময় তিনজন কর্মচারী আহত হয়েছেন। এতে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে কর্মরত কর্মচারীরা জানিয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিট সময়ে এ ঘটনা ঘটে। আহত তিন কর্মচারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) নেওয়া হয়েছে। আহত কর্মচারীরা হলেন গাইবান্ধার আজাদুল (৩৫)। চাপাইনবাবগঞ্জের সিফাত (২২)। রাজশাহী গোদাগাড়ির সিহাব (২৫)। তাদের সকলকেই রামেক হাসপাতালের জরুরি বিভাগে তথা ৮, ২৫ ও ৩১ ওর্য়াডে ভর্তি করা হয়েছে। কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ২০২২ সালের জানুয়ারি মাসে এ ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের পথে। আজ হলের উত্তর-পূর্ব পাশের ছাদ ঢালাইয়ের কাজ করতে ১২ কর্মচারী কাজ করছিলেন। হঠাৎ ধসে পড়ে এ ছাদ। এ সময় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এএইচএম কামরুজ্জামান হলের নির্মাণাধীন একটি অংশ পড়েছে। এ ঘটনায় ৫টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তিনজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আর কেউ চাপা পড়েছে কি না, এ জন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে সেটি বলা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সঙ্গে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না, তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ আগে, পরে আমরা বিস্তারিত জানাব।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved