দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর দুমকীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পায়রা সেতু টোল প্লাজা সংলগ্ন পাগলার মোড় এলাকায় পটুয়াখালীর নির্বাহি ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন ও দুমকী উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আল ইমরান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময়ে বেপারী পরিবহনের চালক মাহতাব আলীকে হালকা লাইসেন্স দিয়ে ভারী বাহন চালনার দায়ে চার হাজার টাকা ও মোটর সাইকেল চালক আবু তাহের কে হেলমেট ছাড়া বাহন চালনার দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও কয়েকটি গাড়ীর চালককে ট্রাফিক সংকেত মেনে গাড়ী চালানোর জন্য সতর্ক করেন। এ বিষয়ে নির্বাহি ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন বলেন, ’ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নিরাপদ যাত্রায় এ অভিযান অব্যাহত থাকবে।‘
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved