প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
উলিপুরে সমলয় পদ্ধতিতে হাইব্রিড ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন
খালেক পারভেজ লালু উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো (হাইব্রিড) ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর বামনেরহাটে এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. মামুনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন। উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম এর কৃষি প্রকৌশলী আজিজুল হক, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান, আদর্শ কৃষক আমিনুল ইসলাম কৃষক চন্দন কুমার সরকার প্রমুখ। ##
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved