মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধভাবেপুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম নূর হোসেন নির্ঝর এর দিকনির্দেশনায় শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া, কুশাপাড়া কাঁজুপাড়া, গাড়াগাছি এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে কৃষিজমির মাটি কেটে পুকুর খননের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত ৩ জনকে (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও পুকুর খননে ব্যবহৃত ভেকু মেশিন (স্কেভেটর) গাড়ির ব্যাটারি জব্দ করা হয়। এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম নুর হোসেন নির্ঝর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে ফসলি জমি রক্ষায় আমরা উপজেলা প্রশাসন কাজ করছি। ফসলি জমি নষ্ট করে অননুমোদিত ভাবে মাটি বিক্রয় ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। তিনি বলেন, আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved