ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটের কৃষক ভোরের আলো ফোঁটার সাথে সাথে কনকনে ঠান্ডা উপেক্ষা করে আগের দিন প্রস্তুত করা চাষের জমিতে বোরোধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিস্তীর্ণ ফসলি জমিতে রোপন করা হচ্ছে ধানের চারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে তাদের হালচাষ ও চারা রোপণ। ঘণ কুয়াশায় এর আগে কয়েক দফায় চারা নষ্ট হওয়ার ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টায় জমিতে উঠে পড়ে নেমেছেন কৃষকরা। ঘোড়াঘাট, বুলাকীপুর, পালশা,সিংড়া ও পৌর এলাকার কৃষকরা এখন বীজতলা থেকে চারা উঠিয়ে জমিতে রোপণ করতে শুরু করেছে।সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতা উপেক্ষা করে সব বয়সী মানুষ নেমেছেন মাঠে। এবার সব প্রতিকূলতা সঙ্গে নিয়েই দ্রুত চারা লাগানোর কাজ সারছেন তারা। চলছে জমিতে মই দেয়া, হাল চাষ ও চারা রোপণ, কেউবা দিচ্ছেন সেচ। কৃষক আশরাফুল মিয়া বলেন, এবার তীব্র কুয়াশায় ও ঠান্ডায় বীজতলার বেশ ক্ষতি হয়েছে । তারমধ্যে জমি চাষ থেকে শুরু করে শ্রমিক ও সারের দাম দিতেই তাদের ত্রাহি অবস্থা। সব কিছুর দাম বেশি থাকায় ধান চাষে ব্যয় বেশি হচ্ছে। ফলন ভালো হলে লাভের মুখ দেখা যাবে। উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান বলেন, এ বছর উপজেলাতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ১ শত ২৬ হেক্টর জমি। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে নেয়া হয়েছে নানা উদ্যোগ। ভালো জাতের দ্রুত ফলনশীল এবং কম সময়ে পরীক্ষিত জাতের ধান এবার বেশি চাষ হচ্ছে। পোকার আক্রমণ থেকে বাঁচা গেলে এবং কোনো ধরনের দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন আশা করছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved