মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অতিথিরা
অমর একুশে বইমেলাকে প্রাণের মেলা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এর আগ সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরে পবিত্র আল কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের জাতিসত্ত্বা জাগ্রত হয়, যার পথ ধরে আমরা স্বাধীনতা পেয়েছি। ভাষা আন্দোলনের সূচনা করেন বঙ্গবন্ধু।
তিরি বলেন, এই মেলা আমাদের প্রাণের মেলা। প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছি তা না, যখন শিক্ষার্থী ছিলাম, তখনও আমরা এখানে আসতাম।
বইমেলার জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল, বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবু এই জায়গার একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে ভাষা আন্দোলন সম্পর্কে অনেক কিছু জানা যায় বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধুকন্যা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved