মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে নিহত সুলেমান মিয়া নামের একজনকে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের সামনে থেকে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেয়। এতে প্রায় তিন শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। জানা যায়, জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমেদ এবং একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২৬ ডিসেম্বর সকালে রাসেল তার লোকজন নিয়ে সাতারিয়া হাওরে বোরো জমিতে সেচের নালা নির্মাণ করার সময় পরিকল্পিতভাবে নজরুল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সুলেমান মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়। পরে ২ জানুয়ারি রাতে শান্তিপুর গ্রামের আহত দ্বীন ইসলাম নজরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে ধর্মপাশায় থানায় মামলা করেন। এদিকে ৯ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় সুলেমান মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। মানববন্ধনে বক্তব্য দেন সংঘর্ষে নিহত সুলেমান মিয়ার মা রুনা খানম, স্ত্রী তানিয়া আক্তার, বোন রোজিনা আক্তার, সংঘর্ষে আহত ইউপি সদস্য রাসেল আহমেদ, উপজেলা আওয়ামী নেতা সারোয়ার জাহান মামুন, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দ্বীন ইসলাম, জয়শ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইবাদুল মিয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved