প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত পালাতক আসামী আটক
গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জের দেড় বছর সাজা প্রাপ্ত পলাতক আসামি কে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন উপজেলার মাদারীপাড়া গ্রামের ফুলচান রবিদাসের পুত্র গাদলু রবিদাস। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ১১টার দিকে কুড়িগ্রামের উলিপুর এলাকা থেকে তাকের গ্রেফতার করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, জিআর নং-২০/১৮ (লালমনিরহাট) মামলায় গাদলু রবিদাসকে ১ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয় বিজ্ঞ আদালত। এসময় আত্নসমর্পণ না করে ৫ বছর যাবৎ পলাতক ছিলেন। তাকে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমরান ও এ এস আই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved