মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :‘অ্যানিম্যাল’ ছবির জন্য সদ্য ফিল্মফেয়ারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। দুরন্ত ব্যবসা দিয়ে বক্স অফিসের দৌড়ে তো আগেই জিতেছেন, এবার সেই সাফল্যকে সঙ্গে নিয়েই ‘রামায়ণ’ ছবির জন্য কড়া প্রস্তুতি শুরু করে দিলেন কাপুরনন্দন। রামের ভূমিকায় অভিনয় করার জন্য ইতিমধ্যেই খাদ্যতালিকায় রাশ টেনেছেন। প্রিয় মাংস বাদ। ছেড়েছেন মদ্যপানও। এবার পাওয়া গেল নতুন তথ্য। লন্ডন, মুম্বাই মিলিয়ে ১২০ দিনের লম্বা শিডিউল। চলতি বছরের মার্চ মাস থেকেই ‘রামায়ণ’-এর শুটিং শুরু করবেন রণবীর। পরিচালক নীতিশ তিওয়ারি তাঁর এই ম্যাগনাম অপাস নিয়ে কোনও খামতিই রাখতে চাইছেন না। বিশেষ করে, গতবছরের আদিপুরুষ বিতর্ক থেকে শিক্ষা নিয়েই আরও তটস্থ হয়েছেন তিনি। বড় পরিসরে শুট হতে চলেছে। নীতিশের ‘রামায়ণ’-এর সিংহভাগ শুটিং হবে মুম্বাইতে। ২ মাসের শিডিউল। তারপরই লন্ডনের উদ্দেশে উড়ে যাবে গোটা টিম। সেখানেও ৬০ দিনের শিডিউল। সূত্রের খবর, মূলত শ্রীলঙ্কার অংশের শুটিংগুলো হবে মার্কিন মুলুকে। রণবীরের সঙ্গে লন্ডনে যাবেন দক্ষিণী তারকা যশও। যিনি রাবণের ভূমিকায় অভিনয় করছেন। দুই অভিনেতার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে লন্ডনে। ‘অ্যানিম্যাল’ অবতার ছেড়ে ইতিমধ্যেই ক্লিনসেভড হয়েছেন রণবীর। বলিউড মাধ্যম সূত্রে খবর, রামায়ণ-এর জন্যই এমন ভোলবদল। এই ছবিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য স্বেচ্ছাতেই বড়সড় ত্যাগ করেছেন রণবীর। রামের অবতারে অভিনয়ের জন্য নাকি বিশেষ মেডিটেশনও করছেন তিনি। শোনা যাচ্ছে, রণবীর কাপুরের ‘রামায়ণ’-এ বিভীষণের ভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতিকে, হনুমান-এর চরিত্রে সানি দেওল, কুম্ভকর্ণ হচ্ছেন ববি দেওল, এদিকে সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved