মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :শয্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গ্রামঞ্চলে একটি সাদা রঙ্গের মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। লোকালয়ে ঘুরে এখন এ হনুমান কলা ও পাউরুটি খাচ্ছে। তবে জনতার ভীড় দেখলেই ভয়ে লাফিয়ে অনত্র চলে যায় এ হনুমান। আবার কলা বিস্কুটসহ অনান্য খাবার দিলেই ফিরে আসে এবং এ হনুমানের সাথে সেলফিও তুলছে উৎসুক জনতা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত দুদিন ধরে ওই উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি, বাগান ও বিভিন্ন দোকানে হনুমানটি ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে তাড়াশ পৌর এলাকার লোকালয়ে এ হনুমান অবস্থান করছে এবং হালকা হলুদ ও সাদা রঙের মুখপোড়া হনুমানটি দেখতে ভিড় জমাচ্ছে নারী পুরুষেরা। এ হনুমান কোথায় থেকে এলো এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো.কামরুজ্জামান সাংবাদিকদের জানান, শনিবার সকাল থেকে তাড়াশে সাদা রঙ্গের মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে বলে জেনেছি। সম্ভবত, বন বাগানের পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের সময় দলছুট হনুমান খাবারে সন্ধানে যানবাহনে চেপে বসে বিভিন্ন এলাকায় চলে আসে এবং এ হনুমান তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পথ হারিয়ে ফেলে এবং সময় মত ওই হনুমান নিজেই ফিরে যাবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved