ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধা ৬টার দিকে পশ্চিম আকাশে ব্যাপক তর্জন গর্জন শুরু হয়। এরপর ৬টা ১০ মিনিটের দিকে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ২০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে উপজেলার চন্দ্রখানা, পানিমাছকুটি, তালুক শিমুলবাড়ী, বোর্ডের হাট সহ বেশকিছু এলাকায় আগাম জাতের ইরি- বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। চন্দ্রখানা গ্রামের কৃষক মুকুল বিদ্যুত, পানিমাছকুটি গ্রামের আমিনুল ইসলাম সহ অনেক কৃষকের জমির আধাপাকা ধান শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতির মুখে পড়েছে শীষ আসতে শুরু করেছে এমন শতশত বিঘা জমির ধান। শিলার আঘাতে সম্পুর্ন ফুটো হয়ে গেছে চন্দ্রখানা গ্রামের জয়ন্তি বালার (৪৫) বসত ঘর । এছাড়াও উপজেলার বেশকিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। ক্ষয়ক্ষতি হলেও দীর্ঘ তাপদাহের পর এই বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি নিয়ে এনে দিয়েছে।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, শিলাবৃষ্টির পর সন্ধায় খোঁজ নিয়ে তেমন ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেলা কৃষি কন্ট্রোল রুমকে খোঁজখবর নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা যাবে
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved