মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ভারত থেকে আজ দেশে ফিরেছেন। ভারতের নারী লিগ চলমান থাকলেও পারিবারিক কারণে তার ক্লাব কিকস্টার্ট থেকে ছুটি নিয়ে দেশে এসেছেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সাবিনার দেশে ফেরা নিয়ে বলেন, ‘সাবিনা আজ সকালে এসেছে। বাফুফের ক্যাম্পে আসবে। পারিবারিক কিছু প্রয়োজনের জন্য সে দেশে এসেছে।’ ১৯-২৮ ফেব্রুয়ারি নারী ফিফা উইন্ডোর পর মার্চে পুনরায় শুরু হবে ভারতীয় নারী ফুটবল লিগ। পারিবারিক ব্যস্ততা ও দায়িত্ব পালন করে সাবিনার মার্চের আগে ভারত যাওয়ার সম্ভাবনা কমই। বাংলাদেশ অধিনায়কের পুনরায় ভারতের ফেরার সম্ভাবনা সম্পর্কে কিরণ বলেন, ‘আমরা সাবিনা ও সানজিদা উভয়কে ভারতের লিগের জন্য অনুমতি দিয়েছি। সানজিদা খেলছে, সাবিনা ব্যক্তিগত কারণে এসেছে। ফিটনেস ধরে রাখতে সে আমাদের এখানে ক্যাম্প করবে। ব্যক্তিগত কাজ শেষে আবার লিগ খেলতে যাবে।’ নারী ফিফা উইন্ডোতে বাংলাদেশের হোম ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাফুফের। সাবিনাদের এই উইন্ডোতে জাতীয় দলের খেলা নিয়ে বাফুফের নারী উইংয়ের প্রধান বলেন, ‘আমাদের একটি দেশ নিশ্চয়তা দিয়েছিল। বিষয়টি রিকনফার্ম (পুনরায় নিশ্চয়তা) হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বলা হবে।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved