মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছে ভুক্তভোগী ছাত্রী। দুই সপ্তাহ হলেও কোন বিচার পায়নি ভুক্তভোগী ছাত্রী পরিবার। ভয়ে স্কুল বন্ধ করে দিয়েছে ঐ ছাত্রী। এ ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক ও অভিযোগে জানা গেছে, উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন গত ২২ জানুয়ারি সোমবার পঞ্চম শ্রেণীতে ইংরেজি ক্লাস নিচ্ছিল। এ সময় ওই ছাত্রী তার বান্ধবীর দিকে তাকায়। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ছাত্রীর গায় প্রথমে চক ছুড়ে মারে এবং এসে হাত দিয়ে তার মুখে পিঠে ও স্কেল দিয়ে বিভিন্ন স্থানে মারপিট করে। এরপর ভয়ে স্কুল বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী। ছাত্রীর দাদি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অতি দরিদ্র গরিব মানুষ দিন আনি দিন খাই তাই আমাদের কোন কিছু হলে তার বিচার হয় না। তিনি ওই শিক্ষকে দৃষ্ঠান্ত মূলক বিচারের দাবি জানান। প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, আমি জানিও না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ সামসুন্নাহার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি সঠিক কিনা জানি না তদন্তের জন্য চিঠি করতেছি। উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যন্যার্জী বলেন, শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved