সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুরে হলদিবাড়ী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে হলদিবাড়ি যুব সংঘ আয়োজিত পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বড় চন্ডিপুর রেজওয়ান একাদশ বনাম নওদাপাড়া ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এতে বড় চন্ডিপুর রেজওয়ান একাদশ ৩-১ গোলে নওদাপাড়া ফুটবল একাদশ হারিয়ে জয় পেয়েছে। হলদিবাড়ী খাসি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন।
এসময় রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হুমায়ন কবির, পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, হলদিবাড়ী বিদ্যানিকেতন প্রধান শিক্ষক আবু এহিয়া কুসুম, প্রভাষক আফজাল হোসেন কোকিল, পলাশাবাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল করিম শেখ, ও হলদিবাড়ী যুব সংঘের হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনাল খেলাটি আশেপাশের এলাকার ফুটবল প্রেমী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে উপভোগ করেন। খেলায় হলদিবাড়ী খাসি ফুটবল টুর্ণামেন্টে ৮টি ফুটবল দল অংশ নেয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved