মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কলাপাড়ায় শাওন (৩৫) নামের এক যুবককে হাত-পায়ের রগ কেটে, উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় আলোচিত দুই সহোদর ও পৌর কাউন্সিলর জাকি হোসেন জুকু, খায়রুল হাসনাত খালিদসহ ৮ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার দুপুরের দিকে ৭ ফেব্রুয়ারি বহুল আলোচিত মামলার পুলিশ রিপোর্ট আদালত গ্রহণ করে আসামিদের সময় প্রার্থনার আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপরদিকে আদালতে উপস্থিত দুই আসামির অপরাধ বিবেচনায় তাদের স্থায়ী জামিন মঞ্জুর করেন। আদালতের জি.আর শাখার পুলিশ কর্মকর্তা মো: কাওসার এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ জুলাই ২০২৩ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভুক্তভোগী শাওনের নালিশী মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে আপন দুই ভাই কাউন্সিলর জুকু, খালিদসহ ৮ জন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। উচ্চ আদালতের জামিন মেয়াদ শেষে ৭ সেপ্টেম্বর ২০২৩ পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীদের জামিন আবেদনের শুনানী শেষে পুলিশ রিপোর্ট প্রদান পর্যন্ত তাদের জামিন বর্ধিত করেন। উল্লেখ্য, পাওনা টাকা চাওয়ার জেরে ১৩ ফেব্রুয়ারি ২০১৩ সন্ধ্যায় কলাপাড়া পৌর কাউন্সিলর জুকু, খালিদ, বাবু, নাহিদসহ ১০ সশস্ত্র সন্ত্রাসী শহরের ঝলক ফ্যাশন হাউজের সামনের সড়কে শাওনকে হত্যা চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম ও হাড় কাটা জখম করে। এক পর্যায় শাওনের হাত-পায়ের রগ কেটে দিয়ে অতিরিক্ত রক্ষ ক্ষরনের ফলে মৃত্যু নিশ্চিত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে তারা। স্থানীয়রা তাকে রক্ষার চেষ্টা করলে দুর্র্ধষ জুকু-খালিদ বাহিনী তাদের হাতে থাকা ধারালো অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে। নারকীয় এ ঘটনার পর শাওনের বাবা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিলে পুরো পরিবার সহ ঘরবাড়ী পুড়িয়ে দেয়ার হুমকী দিয়ে এলাকা ত্যাগ করতে বাধ্য করে। এরপর শাওন তার উপর নৃশংশতার বিচার পেতে আদালতে মামলা দায়ের করতে আসলে সন্ত্রাসীরা শাওনকে ধরে নিয়ে তাদের টর্চার সেলে বর্বরচিত নির্যাতন চালায়। ভুক্তভোগী শাওন বলেন, আমার উপর জুকু-খালিদ বাহিনী যে জঘন্য পৈচাশিকতা চালিয়েছে আমি এর বিচারের জন্য আদালতে এসেছি। আমি ন্যায় বিচার পেতে সরকারের সহযোগীতা কামনা করছি। কাউন্সিলর জাকি হোসেন জুকু বলেন, আমি ও আমার ছোট ভাই কাউন্সিলর খালিদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা অসৎ উদ্দেশ্যে ১০ বছর পূর্বের ঘটনার সাথে আমাদের জড়িয়ে মিথ্যা মামলা করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved