মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় হতদরিদ্র ভিক্ষুকদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ভিক্ষুক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক রুপা মিয়া সহ অন্যান্য ভিক্ষুক ও হতদরিদ্র মানুষ উপস্থিত ছিলেন। সভায় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু তার বক্তব্যে বলেন, হতদরিদ্র ভিক্ষুকরাও সমাজের অপরিহার্য অংশ। ভিক্ষুকদের বাদ দিয়ে সমাজের সর্বাঙ্গিণ উন্নয়ন সম্ভব নয়। ভিক্ষুকদের নিজস্ব সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে ভিক্ষাবৃত্তির প্রবণতা হ্রাস করা যায় এ বিষয়ে আমাদের সম্মেলিতভাবে কাজ করতে হবে। এছাড়াও দুর্ঘটনা হ্রাস, যানজট নিরসন ও নিজেদের নিরাপত্তার জন্য ভিক্ষুকদেরকে মূল সড়ক বাদ দিয়ে বিকল্প পন্থা অবলম্বন করার পরামর্শ প্রদান করেন তিনি । ভিক্ষুকদের এবং তাদের সামনে ঘটে যাওয়া সামাজিক বিভিন্ন অপরাধের তথ্য পুলিশকে অবহিত করার জন্য তিনি তাদের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved