সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় হরিহরনগর বাজারে রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদের দিনগত রাত ৩ টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারে রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দেবাশীষ দেবনাথের ভাতিজা পলাশ দেবনাথ জানান, আনুমানিক রাত ৩ দিকে কে বা কারা আমাদের মুদি দোকান ও কাকা'র (দেবাশীষ) বস্ত্র বিতানের দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। দুই দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ২৫ হাঁজার টাকা নেয়। এরপর কাকা দেবাশীষ দেবনাথের রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে আগুন ধরিয়ে দেয়। গভীর রাত হওয়ায় আমরাসহ স্থানীয়রা বুঝে উঠার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য শামসুল হক মোড়ল জানান, বাজারের দোকান মালিকদের গাফিলতির কারনে বাজারে নাইট গার্ড স্থায়ীভাবে রাখা সম্ভব হয় না।
এঘটনায় রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ইউপি সদস্য শামসুল হক মোড়ল প্রমুখ ।
এ রিপোর্ট লেখার সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিক দেবাশীষ দেবনাথ তালা থানায় অবস্থান করছিলো। থানায় লিখিত অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত হচ্ছে, আইন অনুযায়ী বিচার হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved