মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সিরাজগঞ্জ পৌর এলাকায় সয়াধানগড়া মহল্লায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, ওই মহল্লার মৃত আনসার আলী সেখের ছেলে কামাল হোসেন (৩০) ও লুৎফর রহমান লুতুর ছেলে ইমরান (২২)। র্যাব -১২’র মিডিয়া অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত এলাকার সয়াধানগড়া মাছুমপুর ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে সাংবাদিক আব্দুল হামিদের দুই ভাগ্নে রানা আহমেদ (২৫) ও ঐশ্বর্য শেখের (২১) কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল হামিদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ সময় সাংবাদিক হামিদের স্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ২ বোন বাঁধা দিলে তাদেরও মারপিট ও হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ওইদিন রাতে সাংবাদিক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেনের পিপিএম দিকনির্দেশনায় শুক্রবার ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved