মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইঁদুর মারার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নাদিম মাঝি (২৫) ও ইমাম মাঝি (২২)। নাদিম মাঝি ও ইমাম মাঝি ওই গ্রামের আয়নার হক মাঝির ছেলে। নেছারাবাদ থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। শুক্রবার গভীর রাতে নাদিমও ইমাম দুই ভাই ওই জমিতে পাখি শিকার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজ সকালে এলাকাবাসীরা দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।নাদিম ও ইমাম উরি বুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে কাজ করতেন ও সেখানেই পরিবার নিয়ে বসবাস করত। এ ব্যাপারে নেছারাবাদ থানা পুলিশ দু'জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved