মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঈদের ছুটিতে গত মঙ্গলবার থেকে ঈদের দিন শনিবার পর্যন্ত পাঁচ দিনে ঢাকা ছেড়ে গেছেন এক কোটির বেশি মানুষ। এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ২৭ লাখ মানুষ।
মোবাইল ফোনের সিম কার্ডের তথ্য যাচাই করে এ তথ্য জানিয়েছেন টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
রোববার বিকালে মন্ত্রীর দেওয়া তথ্য মতে, ১৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন। পরদিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন, বৃহস্পতিবার ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন।
ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন শুক্রবার। এদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন রাজধানী ছেড়ে গেছেন। শনিবার ঈদের দিন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন নগর ছেড়ে গেছেন।
তথ্য বলছে, এ সময়ে মোট এক কোটি এক লাখ ৫৯ হাজার ৭৮৬ জন রাজধানী ত্যাগ করেছেন।
ঈদের ছুটিতে যে শুধু নাগরিকরা রাজধানী ছেড়ে গেছেন তা নয়। এ সময়ের ২৭ লাখের বেশি মানুষ ঢাকা প্রবেশও করেছেন। গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ২৭ লাখ ৯০ হাজার ৭৯১ জন রাজধানীতে প্রবেশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved