এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিড়ির আগুনে ১৬টি খড়ের পালা পুড়ে গেছে। শনিবার রাত ১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, শনিবার রাতে সান্তাহার মালশন গ্রামের মাঠে খড়ের পালায় হঠাৎ আগুন লাগে। এসময় গ্রামবাসীরা একত্রিত হয়ে আগুন নিভানোর চেষ্টা করলে মুহুর্তের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে আদমদীঘি ও নওগাঁ দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতেকরে ছোট-বড় মিলে ১৬ টি খড়ের পালা ভষ্মীভূত হয়ে প্রায় ১ লাখ টাকার তি হয়েছে বলে জানান কৃষক সেলিম ও বাবু।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়রা বলছে কিছু ছেলেরা প্রতিনিয়ত সেখানে বিড়ি খেতো। বিড়ির আগুন থেকে এমন ঘটনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। কৃষকরা কোন অভিযোগ করে নাই ৷ অভিযোগ পেলে আইনগত পদপে নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved