খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার নির্বাচিত ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) মো: ফরহাদ সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ) শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ।উল্লেখ্য, খানসামা উপজেলা শতভাগ উপবৃত্তির আওতায় রয়েছে। উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনের জন্য এই প্রশিক্ষণ বলে আয়োজকরা জানায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved