মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। চোখের চিকিৎসা করানোর জন্য এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে খেলার চাপের কারণে চোখের সমস্যা দেখা দেয় সাকিবের। বিশ্বকাপের পর অবশ্য খেলা না থাকায় চোখের সমস্যা তেমন একটা ভোগায়নি তাকে। দেশে ফিরে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যও। নির্বাচনের চাপের মাঝে চোখের সমস্যা বেড়েছে সাকিবের। চলমান বিপিএল শুরুর আগেও বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করে আসেন তিনি। তবে বিপিএলে খেলার চাপের কারণে আবারো চোখে সমস্যা দেখা দেয় তার। তাই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভার পর এমনটাই জানিয়েছে বিসিবি। এদিকে বাংলাদেশের তিন ফরম্যাটের জন্য অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজে তার অধীনেই খেলবে টাইগাররা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved