মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বগুড়া শহরের টিএমএসএস মোবাইল মার্কেটে একটি দোকানের শাটার খুলে অন্তত ৪০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে মার্কেটের দোতলায় ‘প্লাস মোবাইল কেয়ার' নামে দোকানে এ ঘটনা ঘটেছে।দোকানের মালিকপক্ষের দাবি, দুর্বৃত্তরা ওই দোকান থেকে প্রায় ৭০ পিস নতুন ও ১০০ পিস পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। মার্কেটের সিকিউরিটি গার্ড আজমির হোসেন বলেন, মার্কেটের সব দোকানদার রাত ১১টার পর প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। এরপরে রাউন্ড দিতে গিয়ে দোকানের শাটার খোলা থাকতে দেখে মালিককে জানাই। রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। এই সময়ের মধ্যে ভারি কোনো ব্যাগ নিয়ে কাউকে বাহিরে যেতে দেখিনি। দোকানের মালিক মিল্টন সাহা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় ফিরে যান। মার্কেটের সিকিউরিটি গার্ডের মাধ্যমে শাটার খোলা থাকার খবর পেয়ে তিনি দোকানে এসে লুটের ঘটনা টের পান। তিনি দাবি করেন, দোকান থেকে নতুন অন্তত ৭০ পিস মোবাইল ও পুরাতন ১০০ পিস মোবাইল লুট করা হয়েছে। এই মোবাইলগুলোর আনুমানিক মূল্য ৪০ থেকে ৪২ লাখ টাকা। টিএমএসএস মোবাইল মার্কেট মালিক সমিতির সভাপতি শেখর রায় বলেন, মার্কেট কর্তৃপক্ষকে সিসিটিভি ক্যামেরা মেরামতে বারবার তাগিদ দেওয়া হলেও সাড়া দেয়নি। দ্রুত ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুটের মালামাল উদ্ধার করা হোক। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের সিকিউরিটি গার্ড রাউন্ড দেওয়ার সময় দোকানটির শাটার খোলা দেখতে পান। খবর পেয়ে দোকান মালিক এসে লুটের ঘটনাটি টের পান ও পুলিশকে জানান। লুট হওয়া দোকানটিতে চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো বন্ধ ছিল। এছাড়াও মার্কেটে থাকা সবগুলো ক্যামেরাই নষ্ট প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিকল্পিতভাবে দোকানটি লুট করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved