মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিসহ শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে-এর উদ্যোগে লন্ডন প্রবাসী সভাপতি পুস্পিতা গুপ্ত খুটামারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্ত্বে ও সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের স্থানীয় প্রতিনিধি হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কানাডা থেকে আগত সুমিত্রা দেব মনি, সাধারণ সম্পাদক অতীশ দীপঙ্কর সাহা, সদস্য ময়ুখ সোম জিৎ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ, উপজেলা কৃষকলীগের সভাপতি নির্মল কুমার শর্মা প্রমূখ। পরে মুক্তিযোদ্ধা কমরেড পান্না লাল সোম ও তনিকা দে তন্নী'র স্মরণে শিক্ষাবৃত্তি সহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তারা। একই সাথে শিক্ষাথীদের যাতাযাতের সুবিধার্থে প্রতিষ্ঠানে একটি স্কুল ভ্যান দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved