নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইসরাফিল মোল্যা (৫০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।এ সময় বক্তব্য দেন-নিহতের বৃদ্ধ মা কদভানু, স্ত্রী রোজিনা বেগম, মেয়ে মিতা খানম, মাতব্বর গোলাম মোস্তফা নিপু, পিকুল মোল্যাসহ অনেকে। বক্তারা, অবিলম্বে ইসরাফিল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান। মামলাটি দ্রæত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরেরও দাবি জানান তারা। গত ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে কৃষক ইসরাফিল মোল্যা নিহত হন। নিহতের পরিবার জানায়, কালিয়ার চাঁচুড়ি বিলে একটি মাছের ঘের নিয়ে কৃষ্ণপুর গ্রামের নফু মোল্যার সাথে একই গ্রামের প্রিন্স ফকিরের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। প্রিন্স ফকিরের লোকজন ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রিন্স ফকিরের লোকজন নফু মোল্যার সমর্থক ইসরাফিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved