মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর খনির নতুন ফেইস থেকে কয়লা উত্তোলনের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম।
জানা গেছে, খনি অভ্যন্তরে নতুন ফেইস ১২০৯ হতে প্রাথমিকভাবে প্রতিদিন ১৫শ থেকে ২ হাজার টন উত্তোলন করা হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে তা দৈনিক ৩ থেকে সাড়ে ৩ হাজার টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ। ৩.৬০ লক্ষ টন লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ ফেইস হতে আগামী জুলাই মাস পর্যন্ত কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে জানা গেছে। উত্তোলিত এ কয়লা দিয়ে আগামী জুলাই মাস পর্যন্ত দেশের অন্যতম কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিরবিচ্ছিন্নভাবে চালানো যাবে।
উল্লেখ্য, এর আগে ১৪১২ নম্বর ফেইসের মজুদ শেষ হলে গত ২৯ ডিসেম্বর খনির কয়লা উত্তোলন কর্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved