প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ণ
নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স ডিসিএল ক্রিকেট টুর্নামেন্ট/২০২৪
ডোমার ( নীলফামারী) প্রতিনিধি:
পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর ৭ম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। উদ্বোধনী ম্যাচে ট্যালেন্ট ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে ক্যাপ্টেন্স একাদশ। শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘ডিসিএল ক্রিকেট টুর্নামেন্ট/২০২৪’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন—৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম ভুট্টু, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, দুঃখ চাষার সমন্বয়ক জীবন রেজা, রাইসুল হক সাচ্চু, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রথম ও উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—ট্যালেন্ট ক্রিকেট একাডেমি বনাম ক্যাপ্টেন্স একাদশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ট্যালেন্ট ক্রিকেট একাডেমি। ১ম ইনিংসে রিয়াদ ও অর্থের ব্যাটিংয়ে ভর করে ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় ট্যালেন্ট ক্রিকেট একাডেমি। তাদের ব্যাটসম্যান রিয়াদ ৬টি ছক্কা ও ৩টি বাউন্ডারি হাঁকিয়ে ২৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। অপরপক্ষের বোলার রাসেল ২৯ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন। ১৪৮ রানের জবাবে ২য় ইনিংসে জুয়েলের ১৭ বলে ৩৫ রান ও পায়েলের ২১ বলে অপরাজিত ৬০ রানে ভর করে ১০.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৮ রান করে জয় তুলে নেয় ক্যাপ্টেন্স একাদশ। ক্যাপ্টেন্সের পায়েল ১টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকিয়ে ৬০ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যাচটিতে আম্পায়ার হিসেবে মাঠে দায়িত্ব পালন করেন—সাবেক ক্রিকেটার আলিফ নুর ফেরদৌস ও মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন—প্রিতম মালিক ও জাকির। আয়োজক কমিটি সুত্রে জানা যায়, শনিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ২য় ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—শফি ওয়াই-ফাই পাগলাবাজার বনাম কাব্য সুপার স্টার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved