প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
গাইবান্ধায় সাজাপ্রাপ্ত তিন আসামিসহ আটক ১৮
গাইবান্ধাঃ জেলার সন্দরগঞ্জ উপজেলায় সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামি অজ্ঞান পার্টির সদস্যসহ আরও ১৫ আসামিকে আটক করেছে থানা পুলিশ ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ থানা পুলিশ আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করেছে। গত ২৪ ঘণ্টার সাড়াশি অভিযানে ঢাকা ও সুন্দরগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওইসব আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার সোনারা (নামাটারী) গ্রামের গোলজার রহমানের ছেলে জনি মিয়া। তিনি ৬ মাসের সাজাপ্রাপ্ত, সীচা (টোনগ্রাম) গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে ছামসুল হক ৬ মাসের সাজাপ্রাপ্ত, পূর্ব ছাপড়হাটি (ব্যাপারীপাড়া) গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে শামীম মিয়া। এছাড়ার অন্যান্য মামলায় মৌজা মালিবাড়ী গ্রামের মৃত আব্দুর করিমের ছেলে লুৎফর রহমান, সদর উপজেলার জাগড়িভিটা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মুর্শিদ মিয়া, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার গ্রামের হযরত আলীর ছেলে নাজমুল হক, সুন্দরগঞ্জের তারাপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে খয়ের জামান, মৃত ইসমাইল হোসেনের ছেলে রনজু মিয়া, মৃত তরনী কান্তের ছেলে নগেন্দ্র নাথ, মৃত বিশ্ব নাথের ছেলে গুরুপদ নাথ, শান্তিরাম গ্রামের মৃত রহিম খন্দকারের ছেলে নূরে আলম খন্দকার, মৃত রহিম খন্দকারের ছেলে দুলু খন্দকার, মৃত রুস্তম আলীর ছেলে মোজাজ খন্দকার, মৃত রফিকুল ইসলাম খন্দকার ভোলার ছেলে সেকেন্দার আলী খন্দকার, শান্তিরাম গ্রামের সেকেন্দার আলীর ছেলে হারুন খন্দকার, উজান বোচাগাড়ি গ্রামের গোলাম হাবিব সরকারের ছেলে আবুল কালাম মো. নাজিমুল ইসলাম, চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে সুলতান মাহমুদ কাজল ও রংপুরের পীরগাছা উপজেলার নজর মামুদ গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে নয়ন মিয়া। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, বিভিন্ন মামলায় এসব আসামিদের আটক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved