মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঝালকাঠিতে ২ লাখ ৯৬ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলেন— পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ৩ নম্বর ওয়ার্ডের গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী মোসা. নুপুর বেগম ও ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার মো. ওয়াজেদ আলী খলিফার ছেলে মো. জসিম খলিফা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফজলুল হক খানের নেতৃত্বে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে জাল টাকার নোটসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে রাতেই ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved