মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় মারজিনা পারভিন রিনি (৩২) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মারজিনা পারভিন শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। নিহত রিনির ভাই দোলন খান জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মাথাব্যথা নিয়ে মারজিনা পারভিন রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সাথে সাথে রিনির শরীর আরও খারাপ হয়ে যায়। তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ইনজেকশন পুশ করার পর মৃত্যুর ঘটনায় রিনির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানায়, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা দাবি করছে, ভুল চিকিৎসায় মারা গেছে। আসলে কি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved