মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সিরাজগঞ্জে বেড়াতে এসে ৫ শিশু শিক্ষার্থী অপহরণের ৩ ঘন্টার মধ্যে তাদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আমিনুল ইসলাম (৩৬) ও মাহমুদাকোলা গ্রামের বাবলা শেখ (২০)। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে বুধবার রাতে বনভোজনে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের মেয়ে ফাবিহা জান্নাত নাবিলা (১০), মাছুমপুর এম এ মতিন সড়ক এলাকার মাসুদ রানার মেয়ে মরিয়ম মাইশা (১০) ও আবুল বাশারের ছেলে শাহরিয়ার নাফিজ (৮), এম এ মতিন সড়ক এলাকার জাহাঙ্গীর আলমের ২ মেয়ে শারিন সারা (৮) ও জাবিন জারা (১০) ঘুরতে বের হয়। এ সময় তারা আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। তাদের একজন অভিভাবক আরেকটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন এবং আমিনুলের অটোরিকশা অপেক্ষা করতে বলেন। কিন্তু অটোরিকশাচালক আমিনুল ওই ৫ শিশুকে নিয়ে দ্রুত চলে যায়। এ সংবাদে পুলিশ ওইদিন গভীর রাতে অভিযান চালায় এবং সিরাজগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে অটোরিকশাসহ চালককে গ্রেফতার করে এবং অপহৃত ওই ৫ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অটোরিকশাচালক ও তার সহযোগী বাবলা শেখের উদ্দেশ্য ছিল শিশুদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। কিন্তু পুলিশের অভিযানে ৩ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ সংবাদ সম্মেলনে ওসি সিরাজুল ইসলামসহ অনান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved