মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেট অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাড়িতে গত সাড়ে তিন মাস আগে চুরি হয়েছে। সম্প্রতি এ নিয়ে যুবরাজের পরিবার থানায় অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়। অভিযোগ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চুরির ঘটনাটি গত বছরের অক্টোবরের। যুবরাজ সিংয়ের পাঁচকুলার এমডিসি সেক্টর ফোরের বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক গয়না চুরি হয়। ওই সময় নাকি বাড়িতে ছিলেন না যুবরাজের মা শবনম সিং। গতবছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তিনি তাদের গুরগাঁওয়ের বাড়িতে ছিলেন। পাঁচকুলাতে ফিরেই তিনি বুঝতে পারেন, তার নগদ ও গয়না খোয়া গেছে। অভিযোগে বলা হয়, যুবরাজের মায়ের সন্দেহের তীর দুই প্রাক্তন গৃহকর্মী ললিতা দেবী ও সিলদার পালের উপর। কেননা ওই সময় দীপাবলিতে ওই দুই গৃহকর্মী হঠাৎ চাকরি ছেড়ে চলে গিয়েছিল। এতদিন শবনম নিজে বিষয়টি তদন্ত করার চেষ্টা করেন কিন্তু কোনো কিনারা পাননি। পরে বাধ্য হয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করলেন। এদিকে এমডিসি পুলিস স্টেশন এ ঘটনার তদন্তে নেমেছে। পুলিসের দাবি সব মিলিয়ে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকার জিনিস চুরি হয়েছে।
সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও চুরি!
কয়েক দিন আগে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। তার বেহালার বাড়ি থেকে লাখ টাকার বেশি মূল্যের স্মার্টফোন চুরি হয়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, আমি ফোনটি খুঁজে পাইনি। মনে হয় এটি বাড়ি থেকেই চুরি হয়েছে। ফোনটি হারিয়ে আমি খুব উদ্বিগ্ন। কারণ এতে একাধিক যোগাযোগ নম্বর আছে। আমার ব্যক্তিগত ও অ্যাকাউন্টের তথ্যও আছে। আমার ফোনটি খুঁজে বের করতে উপযুক্ত পদক্ষেপ নিতে আবেদন করছি। জানা গেছে, সৌরভের ফোনটির দাম ১ লাখ ৬০ হাজার টাকা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved