মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা পোলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার কুদ্দুসের ছেলে। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রামেকে ভর্তি করা হয়েছে। ভোলহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন, জাহাঙ্গীর আলম আহত অবস্থায় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে ইমারজেন্সি বিভাগে কর্তরত চিকিৎসক দেলোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার হাতের কব্জির জয়েন্টে গুলি লেগেছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে ট্রান্সফার করা হয়েছে। ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। ঘটনা শুনে ঘটনাস্থলে ও তার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। আমরা তার খোঁজখবর রাখছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved