প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
লালমনিরহাটের কবি জেসমিনের লেখা দায়ভার কাব্যগ্রন্হটি অমর একুশে বই মেলায় বিক্রি হচ্ছে
লালমনিরহাট জেলা সংবাদদাতা: ঢাকার সোহরাদী উদ্যোন মাঠে মাস ব্যাপী অমর একুশে বই মেলার ১৯ নম্বর স্টলে লালমনিরহাটের লেখক ও কবি মোছাঃ জেসমিন নাহার বেগমের লেখা দায়ভার কাব্যগ্রন্হ টি বিক্রি হচ্ছে।
তিনি জানান, অমর একুশের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার।
ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।
ভাষার মাধ্যমেই আমরা প্রকাশ করি আমাদের ভাবনা, আমাদের অনুভূতি। আমাদের প্রতিজ্ঞা করতে হবে:
আমরা আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করবো।
আমরা আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখবো।
আমরা আমাদের ভাষার অধিকার রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকবো।
একুশের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যাবো সোনালী বাংলার লক্ষ্যে
কবি মোছাঃ জেসমিন নাহার বেগম আরও প্রত্যাশা ব্যাক্ত করে,,,
ধন্যবাদ ও কৃতজ্ঞতায় সিক্ত করেছেন, স্বনামধন্য
খই প্রকাশন এর স্বত্তাধিকারি জনাব, মুসতাক মুকুল মহোদয় কে।
সেই সাথে বই উন্মোচন আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন যারা সেই সকল সম্মানীদের মধ্যে কবি ও কথা সাহিত্যিক মাহবুবা ফারুক, কবি ও প্রচ্ছদ শিল্পী মনিরুজ্জামান পলাশ, কবি তানিয়া তাসমিনা, কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক মাহবুবা বেগমসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অমর একুশে বইমেলার এবারের প্রতিপাদ্য, ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে তার লেখা ১ম কাব্যগ্রন্থ বই-দায়ভার" ১ম দিন থেকেই খই প্রকাশনী প্রকাশনায় ১৯ নম্বর স্টলে বিক্রি হচ্ছে।
প্রকাশিত "দায়ভার" কাব্যগ্রন্থ বইটিতে যে সকল বিষয় বস্তু পঠিত হয়েছে তা পাঠকের হৃদয় স্পর্শ করবে বলে লেখকের বিশ্বাস। লেখক ও কবি, মোছাঃ জেসমিন নাহার বেগম ১৯৭২ খ্রিস্টাব্দ ১০ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, নিজপাড়া গ্রামের পিতাঃ অধ্যাপক মোঃ আঃ ছোবহান ও মাতা মোছাঃ জমিলা খাতুনের ৪তম কন্যা। তার শৈশব ও কৈশোর কাটে গ্রামের মাটি ও প্রকৃতির মাঝে।
১৯৮৩ খ্রিস্টাব্দে নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে।
১৯৮৮ খ্রিস্টাব্দে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. পাস করেন। লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচ.এস.সি. ও বি.এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এম.এ. পাস করেন(১৯৯৫খ্রিঃ)। ছাত্র জীবনে তিনি রেডক্রিসেন্ট ও বিএনসিসি সংগঠনের সদস্য ছিলেন। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারিতে তার ১ম লেখা দায়ভার পড়ে পাঠকদের ভালো লাগবে। তাদের ভালো লাগায় লেখকের পরিশ্রম ও সফলতা অর্জিত হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved