প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
নোয়াখালী বন বিভাগ উদ্ধার করল ১শ কেজি ওজনের কুমির
মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক পুকুর হতে ৩৫ বছর অবরুদ্ধ থাকার পরে একটি কুমির উদ্ধার করা করেছে বন বিভাগ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলা চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরহাজারী গ্রামের স্থানীয়দের নিকট পরিচিত কুমির আলা বাড়ির পুকুর হতে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের দল কুমিরটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩৫ বছর উপজেলার চরহাজারী গ্রামের কুমির আলা বাড়ির পুকুরে অবৈধভাবে অবরুদ্ধ ছিল লোনা পানির এ কুমিরটি। ওই কুমিরের নাম অনুসারে বাড়িটি পরিচিতি লাভ করে কুমির আলা বাড়ি। বছর খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি নজরে আসে বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের সদস্যরা । এরপর শনিবার দুপুর ২ টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিট নোয়াখালী শাখা। সেখানে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে নোয়াখালী উপকূলীয় বন কর্মকর্তার কার্যালয় নিয়ে আসা হয় । স্থানীয়দের মধ্যে জনশ্রুতি রয়েছে অনেক মানুষ উদ্দেশ্য পূরণে মানত করে এ কুমিরকে খাওয়ার দিত প্রতিনিয়ত।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রবীন্দ্র কুমার বিশ্বাস জানান,গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি আমরা অবগত হই। উদ্ধারকৃত কুমিরটি পঞ্চাশ বছর বয়সী হবে ধারণা করা হচ্ছে৷ এর ওজন প্রায় ১'শ কেজি। এখান থেকে কুমিরটি চট্রগ্রামের সাফারি পার্কে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালীর উপকূলীয় বন কর্মকর্তা আবু ইউসুফ,বন্যপ্রণী পরিদর্শক নার্গিস সুলতানা প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved