মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুড়িগ্রামে দুধকুমার নদে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন সদর উপজেলার মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি কেটে খুচরা বিক্রি করেন তিনি। মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস বলেন, আমি প্রায় দিনই জেলার যেকোন নদ নদীতে বড় মাছ ধরার খবর পেলে কিনে তা বাজারে বিক্রি করি। আজ বিকেলে ভুরুঙ্গামারী দুধকুমার নদে বড় বাঘাআইর মাছের খবর পেলে মাছটি ৪০ হাজার টাকা দিয়ে কিনে নেই। কেজি প্রতি ১৩০০ টাকা দরে বিক্রি করি। এতে কিছু লাভ হয়েছে। আরেক মৎস ব্যবসায়ী মন্টু শেখ জানান, নদীতে বাঘাইর মাছ শিকারের মৌসুম চলছে। কিন্তু এরকম আকারের মাছ নিয়মিত ধরা পড়ে না। তবে মাঝে মাঝে এর থেকেও বড় আকারের মাছ শিকার করে জেলেরা। দামও ভাল পায়। তবে সেটি ভাগ্যের ব্যাপার। মাছটি দেখতে আসা সুমন রহমান বলেন, এর আগে ছবিতেই এত বড় মাছ দেখেছি। বাপ-দাদার কাছে গল্প শুনতাম। আজ সামনাসামনি দেখার সুযোগ হলো। মোবাইলে ছবি তুলে রাখলাম। এ বিষয়ে মন্তব্য জানার জন্য জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাদির খানের সঙ্গে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved