নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ১৫০জন সিআইজি কৃষক নিয়ে দিনব্যাপী সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে সিআইজি কংগ্রেসের উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা তাসনিম, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved