মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো ওই গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘী গ্রামের রুবেল (২৫)। র্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংঘবদ্ধ চক্রের সদস্যরা সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল কৌশলে চুরি করে আসছিল দীর্ঘদিন ধরে। পরবর্তীতে তারা বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved