মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ড। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ট্রাকটি নগরের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে টানেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের সঙ্গে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর আগে সবশেষ গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে টানেলের ভেতরে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved