হাকিমপুর উপজেলার ইউনাইটেড রাইসমিলে ডাকাতি মামলায় দিনাজপুর জেলার বিভিন্ন স্থান হতে কুখ্যাত ডাকাত চক্রের সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসস্ত্র, ডাকাতি সংগঠনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার সহ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ২২ ফেব্রয়ারি বেলা ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান। তিনি জানান, গত ১৫/০২/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০২.৪০ ঘটিকায় হাকিমপুর থানাধীন বাসুদেবপুর এলাকায় শ্রী গণেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। উক্ত ডাকাতির ঘটনায় হাকিমপুর থানার মামলা নং-১৩, তারিখ- ১৭/০২/২০২৪ খ্রিঃ, আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ও পুষ্ঠিত মালামাল উদ্ধারের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম মহোদয়ের সরাসরি দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব, আব্দুল্লাহ-আল-মাসুম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, শেখ মোঃ জিন্নাহ আল মামুন এর সমন্বিত পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) জনাব, মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব, মোঃ সোহেল রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সাদ্দাম হোসেন, কোতয়ালী থানার এসআই(নিঃ) মোঃ নূর আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সের অংশগ্রহণে, হাকিমপুর থানা, কোতয়ালী থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে ০২টি অভিযানিক টিম টানা অভিযান পরিচালনা করে ২২/০২/২০২৪ ইং রাত্রীতে দিনাজপুর জেলার খানসামা থানা এলাকা হতে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং উক্ত ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী ডাকাত সরদার মোঃ আব্দুর রহিম ( পোড়া রহিম (৬৮), হাকিমপুর পৌরসভাস্থ মধ্যবাসুদেবপুর এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ আলিম হোসেন (৪০) সহ কোতয়ালী, ফুলবাড়ী ও চিরিরবন্দর থানার বিভিন্ন স্থান হতে ০৬ (ছয়) জন আন্তঃজেলা ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। ডাকাতি সংগঠনের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ লুষ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ আব্দুর রহিম (2) পোড়া রহিম (৬৮) পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা- মোছাঃ রাবেয়া খাতুন, সাং-করিমুল্লাহপুর (৬নং আউলিয়াপুর), থানা-সদর, জেলা-দিনাজপুর। ২। মোঃ শামিম পবন (৩০) পিতা-দুলাল মিয়া, মাতা-মৃত সাহেরা বেগম, সাং- ৬নং নিউটাউন উপশহর, থানা-সদর, জেলা-দিনাজপুর ৩। মোঃ আব্দুস সোহাগ (৩৪) পিতা-মৃত আব্দুস জব্বার, মাতা-শরিফা বেগম, সাং-কসবা (পুলহাট) দিনাজপুর পৌরসভা, থানা- সদর, জেলা-দিনাজপুর। ৪। মোঃ আলিম হোসেন (৪০) পিতা-মৃত ইমান আলী মিস্ত্রি, মাতা- মোছাঃ সখিনা বেওয়া, সাং-মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া), থানা- হাকিমপুর, জেলা-দিনাজপুর। ৫। মোঃ ফরিদুল ইসলাম মাসুয়া (৪৫) পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা- মৃত ফাতেমা বেওয়া, সাং-ভাবকি, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর। ৬। মোঃ বকুল হোসেন (৫০) পিতা-মৃত কান্দু মাসুদ, মাতা-মৃত রজিফা বানু, সাং-নিমনগর (শেখপুরা) থানা-সদর, জেলা-দিনাজপুর। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও আলামত হিসাবে পাওয়া যায় ০১টি স্টিলের হাতল বিশিষ্ট দেশীয় তৈরি পশুর কুড়াল।০১টি লোহার তৈরি গ্রিল কাটার।০১টি চাপাতি।০২টি টর্চ লাইট।০৩টি বাটন মোবাইল।নগদ অর্থ ৯,৩০০/- টাকা০২টি ট্রাভেল ব্যাগ। উদ্ধার করা হয়। বাকি ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved