হাকিমপুর উপজেলার ডাংগাপাড়ায় নিষিদ্ধ পানিয় রাখা ও বিক্রর দায়ে দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৬০বোতল নিষিদ্ধ পানিয় জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলার ডাংগাপাড়া বাজারের শরিফুলের দোকানে দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধপানিয় বিক্রি করা হচ্ছিল। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন ২৪ ফেব্রয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় দোকানে অভিযান চালান। এ সময় আরিফুলের দোকান থেকে ৩৬০ বোতল যৌন উত্তেজক নিষিদ্ধ পানিয় জব্দ করা হয়। নিষিদ্ধ পানিয় রাখার অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) (ইউএনও)লায়লা ইয়াসমিন বিক্রেতা শরিফুল পিতা নজর আলী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৪০ হাজার জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে তার জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযানে অংশ নেওয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, দোকানের সামনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিপুলসংখ্যক জনতার উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved