মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গীতিকার শিনসাডং টাইগার। একাধিক জনপ্রিয় কে পপ গানের গীতিকার ছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪০। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম পুলিশ স্টেশনের এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে মৃত্যুর খবরটি জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। কিন্তু কোথায়, কখন ও কিভাবে শিনসাডংয়ের মৃত্যু হয়েছে— সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ।ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, সিউলে নিজের কর্মক্ষেত্রে জ্ঞান হারিয়ে ফেলেন শিনসাডং। ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। ২০০৫ সালে গান লেখা শুরু করেন শিনসাডং। পরে সুরকার হিসেবেও ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১১ সালে সংগীত প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। তিনি এবি এন্টারটেইনমেন্ট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি শিনসাডং। ‘আপ অ্যান্ড ডাউন’, ‘রলি পলি’র মতো জনপ্রিয় কে পপ গানের সুরকার ছিলেন শিনসাডং। সম্প্রতি টিআর এন্টারটেইনমেন্টের প্রধান প্রযোজক হিসেবেও যোগ দিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান গানের জগতে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved