মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে এসে পুত্র সন্তানের জন্ম দিয়ে এলাকায় হই-চই ফেলে দিয়েছে ওই কেন্দ্রের ১৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী রুপা মনি (১৫)। আজ রোববার এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার শুরু থেকেই সে নিবিঘেœ পরীক্ষা দিয়ে আসছিল। আজ রোববার ছিল এবারের এসএসসি পরীক্ষার পঞ্চম দিনের গণিত পরীক্ষা। এদিনও যথারীতি পরীক্ষা কেন্দ্রে আসে উপজেলার পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ওই ছাত্রী। বছর খানেক আগে বাবা মায়ের ইচ্ছায় ১০ম শ্রেণিতে পড়–য়া ওই কিশোরী শিক্ষার্থীর বিয়ে হয়। আজ গণিত পরীক্ষা চলাকালে বেলা সোয়া এগারোটায় প্রসব বেদনায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ দ্রুত তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকের তত্বাবধানে থাকা অবস্থায় বেলা ৩ টায় সে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। কিশোরীমাতা রুপা মনি হাবড়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের রাজু আহমেদের মেয়ে। এঘটনা এলাকার মানুষের মাঝে নানা কৌতুহলের সৃষ্টি করেছে।
পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুর আমিন সরকার এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ নম্বর কক্ষের ওই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয় ও পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved