মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে নাইম হোসেন হৃদয় মোল্যা নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা দেয় নাইম। নাইম হোসেন হৃদয় মোল্যা মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে এবং হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই পরীক্ষার্থীর বাবা বার্ধক্যজনিত কারণে মারা যান। নাইম হোসেন হৃদয় মোল্যা বলেন, বাবার ইচ্ছে ছিল তার ছেলে বড় হয়ে বিসিএস ক্যাডার হবে। কিন্তু আমার বাবা তার ছেলের ভবিষ্যৎ দেখে যেতে পারলেন না। তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। শিক্ষার্থীর চাচা বাবুল মোল্যা বলেন, আমার ভাই মনিরুজ্জামান মোল্যা গতকাল রাতে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ভাতিজার পরীক্ষা শেষে তাকে দাফন করা হবে। কেন্দ্রসচিব অচিন্ত কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থী নাইম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন। আমরা খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সে জানিয়েছে সবার সঙ্গে বসেই পরীক্ষা দেবে। তার পরীক্ষার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মুকসুদপুর থানা পুলিশের এএসআই শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী নাইম হোসেন হৃদয় মোল্যার পরীক্ষা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved