মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামে অনুশীলনে মাথায় বলের আঘাত পাওয়ায় থাকতে হয়েছে মাঠের বাইরে। যদিও তারকা এই পেসারকে ছাড়াই রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা। ফাইনাল নিশ্চিতের পরপরই এবার কুমিল্লা শিবিরে বড় স্বস্তির খবরর। আগামী শুক্রবারের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিসিবি চিকিৎসক বলেন, 'মুস্তাফিজ ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে হি ইজ ফিট টু প্লে।' মুস্তাফিজ যে দ্রুত সেরে উঠছেন, সেটা নিশ্চিত হয়েছিল গত মঙ্গলবারই। কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছিল, মুস্তাফিজের সিটি স্ক্যান করার পর নিউরো সার্জন ও বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু এরপরেও তাকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকির মাঝে যায়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলেছে তাকে ছাড়াই। তাতে অবশ্য কুমিল্লার জয় পেতে সমস্যা হয়নি। রংপুরকে ৬ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে গত রোববার বিপিএলের চট্টগ্রাম পর্বে দলীয় অনুশীলন চলাকালে বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ডের হিট করা বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করে জানানো হয়, মুস্তাফিজ নিরাপদেই আছেন। অভ্যন্তরীন কোনো চোটে পড়তে হয়নি তাকে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved