মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ পূর্বপাড়া এলাকার মৃত চাঁন শেখের ছেলে খোরশেদ আলম শেখ (৫০) ও জালশুকা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৮)। ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরি, শাকদহ পূর্বপাড়া এলাকার খোরশেদ আলম শেখের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা সহ খোরশেদ আলমকে এবং আরো ১ কেজি গাঁজাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved