মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় ২ হাজার বোতল ফেনসিডিল, বিদেশী পিস্তল ও গুলিসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভারত সীমান্ত ঘেষা পদ্মা নদীবেষ্টিত চিলমারী ইউনিয়নের খারিজারথাক গ্রামে এ অভিযান পরিচালনা করে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সংবাদ ব্রিফিং এ তথ্য জানায়। শেফালী খাতুন খারিজারথাক গ্রামের ওমর ব্যাপারীর স্ত্রী। র্যাব জানায়, মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত ঘেষা পদ্মা নদীবেষ্টিত চিলমারী ইউনিয়নের খারিজারথাক গ্রামে এ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সময়ে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি হাসুয়া এবং মাদক, নগদ ৯৯,০০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, তারা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। তিনি আরে জানান, মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved