মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়েছে। বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে যায়। মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে। এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে, লোকাল নাইনটি নাইন ট্রেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্সেপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় স্টেশনে আটকা পড়েছে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশনে আটকা পড়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved