দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউএনডিপি)'র সিনিয়র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট এনামুল হক (খসরু)'র সাথে উপজেরার চার নম্বর দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল এবং ইউপি ওয়ার্ড সদস্যগনদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মামলার অগ্রগতি ও মামলার নথিপত্রের পর্যালোচনাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী বুধবার: বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মালেক মন্ডল,ইউপি ওয়ার্ড সদস্যগনসহ (ইউএনডিপি)'র সিনিয়র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট এনামুল হক (খসরু)'র উপস্থিতিতে বাংলাদেশ গ্রাম আদালতের অগ্রগতি ও গ্রাম আদালতের মামলার নথি পর্যালোচনা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে গ্রাম আদালত এজলাস রুম পরিদর্শন করেন,(ইউএনডিপি)'র সিনিয়র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট জনাব এনামুল হক (খসরু) বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক (আবু) এবং বিরামপুর উপজেলা কোর্ডিনেটর মোছা: সুইটি বেগম। উল্লেখ্য তিনি একই দিনে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন মহোদয়ের সাথেও গ্রাম আদালতের অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved